সমালোচকদের উদ্দেশ্যে শ্রাবন্তীর কড়া বার্তা

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক : বাংলা টলি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া সেনসেশন তিনি। যদিও ভক্তদের অভিযোগ, তাকে আর তেমন দেখা যাচ্ছে না। বহুদিন পর আবার দেখা মিলল ‘কাবেরী অন্তর্ধান’এ। অনেকটা সময় বড় পর্দায় দেখা না গেলেও কামব্যাক করলেন বেশ বড়সড় ছবি দিয়ে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অভিনয় না করলেও সংবাদমাধ্যমে তাকে নিয়ে আলোচনার শেষে নাই। বড়পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় তিনি। ‘কাবেরী অন্তর্ধান’এ একত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। শেষবার তাদের একত্রে দেখা গেছিল তিন দশক আগে।

সেবার বাবা এবং মেয়ের চরিত্রে দেখা গেছিল তাকে। তারপর থেকে তেমন দেখা যায়নি দুজনকে। কিন্তু এবার কাবেরী অন্তর্ধানে তাদের দুজনকে ছাড়াও স্ক্রিন শেয়ার করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা।

ছবি নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতারা। শ্রাবন্তীও জানান, পরিচালক কৌশিক তাঁকে খুব ভালভাবেই সবকিছু বুঝিয়ে দিয়েছেন। তাই তার খুব একটা অসুবিধা হচ্ছেনা। বরং এই ছবিতে অভিনয় করতে এসে শিখেছেন অনেক নতুন কিছু। সোশ্যাল মিডিয়া ট্রোল নিয়েও মুখ খুলেন অভিনেত্রী। তার কথায় মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে গিয়েছে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, ‘যারা সমালোচনা করে তাদের আগে নিজেকে দেখা উচিত।’ তার লুক নিয়ে হামেশাই আলোচনা হয়। বিশেষ করে বোল্ড লুকের জন্য প্রায়শই সমালোচিত হন তিনি। সেই সম্পর্কে শ্রাবন্তী বলেন, ‘কেউ যদি খোলামেলা পোশাক পরেও সাবলীল হয় তাহলে কে কী বলল তাতে কিছু যায় আসে না। কারণ অনেকের হয়তো সেটা পছন্দ হয়েছে।’

প্রসঙ্গত, হঠাৎ করে এত ফিটনেস ফ্রিক হওয়ার সম্পর্কে জানান যে, তিনি ওজনকে কন্ট্রোলে রেখে ফিট থাকতে চান। লকাডাউনের সময় অনেকটা ওজন বেড়ে গিয়েছিল তার। চর্বচোষ্য খাওয়া বন্ধও করতে পারবেন না তিনি। তাই জিমে গিয়ে ক্যালোরি বার্ন করে আসেন তিনি।

টাইট কালো পোশাকে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো কৃষ্ণকলি