শ্রীদেবীর গানে নাগিনের মত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

সুন্দরী যুবতী

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

সুন্দরী যুবতী

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার মাঝে মাঝে ভাইরাল হয় কোনো অনুষ্ঠানের কিছু মুহূর্তের ভিডিও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হচ্ছে একটি বিয়ে বাড়িতে দেশি বৌদির নাচের ভিডিও যা দেখে হুঁশ উড়বে আপনার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে উপস্থিত আত্মীয়-স্বজনের মাঝখানে বাড়ির বৌদি একটি সবুজ রঙের সালোয়ার সুট পরে শ্রীদেবীর গানের তালে প্রায় মাটিতে শুয়ে পড়ে নাগিনের মত ডান্স করছেন। তাকে অনেকে তোলার চেষ্টা করলেও কেউ পারছিল না। তার নাগিন নাচের স্টেপ দেখে হুঁশ উড়েছে সকলের।

সেন্সর ছাড়পত্র পেলেই ৫ মে থেকে দেশের হলে চলবে ‘পাঠান’

‘ম্যা নাগিন তু সাপেরা’ গানের তালে নাচতে দেখা গেছে তাঁকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে neha_ankit26 নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন এবং ভিডিওটি এই বছরের ১৫ এপ্রিল শেয়ার করা হয়েছিল। ইতিমধ্যেই ১৬ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিওতে।