সাইফ আলির বাড়ির বধূ হতে চলেছেন শ্রীদেবীর মেয়ে

শ্রীদেবীর মেয়ে

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে মিডিয়াতে চর্চায় রয়েছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান ও শ্রীদেবীকন্যা খুশি কাপুর। শোনা গেছে, একে অপরকে মন দিয়েছেন তারা। ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছেন একে অপরের সাথে। সম্প্রতি তাদের একসাথে হোলি খেলার ছবি সামনে আসার পর থেকেই এই গুঞ্জন উঠেছে মিডিয়াতে। তাদের নিয়ে একাধিক কথা চলছে নেটিজেনদের মাঝেও।

শ্রীদেবীর মেয়ে

সাইফ আলি খানের কন্যা সারা আলি খান বলিউডের অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে ইব্রাহিম আলি খান এখনো পর্যন্ত বলিউডে পা রাখেননি। তবে তার আগ্রহ ক্যামেরার পিছনের দুনিয়া নিয়েই। সাইফ আলি খানের প্রথম স্ত্রীর অমৃতা সিং ও তার ছেলে ইব্রাহিম।

অন্যদিকে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তবে অভিনেত্রীর ছোট মেয়ে খুশি কাপুর এখনো অভিনেত্রী হিসেবে ডেবিউ করেননি। মায়ের অবর্তমানেই নিজের জীবনের সিদ্ধান্ত নিচ্ছে খুশি। তবে ইব্রাহিম ও খুশির সম্পর্ক এখন রীতিমতো চর্চায়।

কয়েকদিন আগেই দোল উৎসব গিয়েছে। আর সেই দোলের দিনেই খুশি কাপুর ও ইব্রাহিম আলি খানের একসাথে দোল খেলার ছবি এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে, যা তাদের প্রেমের গুঞ্জনকে আরো প্রখর করেছে।

কিশোরীর প্রেমে তরুণী, করতে চায় সংসারও

এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তাদের ভক্তদের মাঝে। বিনোদন জগতের পা না রাখলেও তাদের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তাদের অনুরাগীর সংখ্যা প্রচুর।