আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় কৃষকদের আরও বেশি করে ধান উৎপাদনের আহ্বান জানানো হয়েছে। দেশটির কৃষিমন্ত্রী মাহিন্দা অমরাভেরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের খাদ্যব্যবস্থা স্পষ্টতই আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা সব কৃষককে ধান চাষের আহ্বান জানাচ্ছি।
দ্বীপদেশ শ্রীলঙ্কার জনসংখ্যা ২২ মিলিয়ন। করোনা মহামারী, জ্বালানির দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। এরমধ্যে করের হার কমানোসহ সরকারের নানা ভুল পদক্ষেপের কারণে দেশটিতে মানবিক সঙ্কট তৈরি হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার দেশটির সরকার জ্বালানি ও খাদ্যসহ জরুরি কেনাকাটার জন্য কর বাড়িয়েছে।
৭০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র অর্থনৈতিক সঙ্কটে ভুগছে দারুচিনি দ্বীপ। রিজার্ভ সঙ্কটের কারণে ওষুধ, খাদ্য, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না তারা। উৎপাদন হ্রাসসহ নানা কারণে মুদ্রাস্ফীতি আশঙ্কাজনকহারে বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।