বিনোদন ডেস্ক : অভিনয় এবং রিয়েলিটি শোয়ের বিচারকের পর নতুন একটি পরিচয় নিয়ে সামনে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রীকে প্রথমবারের মত পাওয়া যাবে পরিচালনায়।
সংবাদ প্রতিদিন লিখেছে, ‘পান সুপারি’ নামের ওয়েব সিরিজ পরিচালনা করবেন শ্রীলেখা। যা প্রচার হবে দেশটির নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’তে। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে চলেছে শনিবার থেকে।
প্রথম সিজনে ২৬টি ওয়েব সিরিজ এবং দুটি অরিজিনার ফিচার ফ্লিম নিয়ে আসছে ‘ফ্রাইডে’; যেখানে দেখানো হবে শ্রীলেখার ‘পান সুপারি’।
ইতিমধ্যে সাতটি সিরিজ তৈরি হয়েছে, শুটিং চলছে বাকিগুলোর। সেগুলো হল- পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অব ক্রাইম’ (সিনেমা থেকে সিরিজ), সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো’, আবু হায়াত মাহমুদের ‘ভালোবাসা’ এবং কৌশিক করের ‘ফটাশ’।
অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ সিরিজটিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ, কলকাতার অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, সাহেব, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশিস রায় ও অনুরাধা রায়। মূলত একটি মার্ডার মিস্ট্রিকে কেন্দ্র করে এই সিরিজের গল্প আবর্তিত হবে।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অব ক্রাইম’ সিরিজের প্রধান চরিত্রে কাজ করছেন ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ।
এছাড়া সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’তে প্রধান ভূমিকায় দেখা যাবে অরুণিমা ঘোষ, দেবাশিস মণ্ডল, অলিভিয়া সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।