ভালো নেই আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক : ভালো নেই টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাত পোহালেই তার জন্মদিন। কিন্তু এর আগেই শ্রীলেখা জানালেন, জন্মদিন উদযাপনের মতো অবস্থা নেই।

শ্রীলেখা মিত্র

সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রী লেখেন, ‘গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গু হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সব সময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বর জ্বর ভাব রয়েছে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এই ধরনের কোনো উপসর্গ আপনাদের থেকে থাকে তাহলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’

অভিনেত্রীর পোস্টে অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন লিখেছেন, ‘চোখে ব্যথা আছে? তাহলে ডেঙ্গু পরীক্ষা করতেই হবে।’ তিনি উত্তরও দিয়েছেন হ্যাঁ বলে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘোড়া

একজন আবার লেখেন, ‘দয়া করে অনেকটা বিশ্রাম নিন। মানুষের চেয়ে মশা বেশি এখন শহরে! পরীক্ষা করিয়ে নিন।’ কেউ আবার বিভিন্ন ওষুধ গ্রহণের পরামর্শও দিয়েছেন। তবে অভিনেত্রী এখনো পরীক্ষা করিয়েছেন কি না বা ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে কি না সেই আপডেট দেননি।