বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রিতে যিনি পরিচিত স্পষ্টবাদী হিসেবেই। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হয়েছেন তিনি। আর খবরটি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
একটি সার্টিফিকেট শেয়ার করে শ্রীলেখা তার ক্যাপশনে লিখেছেন, আমি এটা ডিজার্ভ করি। তাই প্রতিজ্ঞা করছি এই পদের সম্মান রক্ষার্থে নিজের সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।
পরে হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়া ও মাই রিলিজিয়ন অব লাভ হ্যাশট্যাগ দিয়ে শ্রীলেখা অভিজিৎ রায়কে ধন্যবাদ জানান।
এরপরই আবার তিনি লিখেছেন, অমানুষরা এবার আমার থেকে সাবধান।
এমন খবর পেয়ে শ্রীলেখাকে শুভেচ্ছা জানাচ্ছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরাও।
কত বছর একই বাড়িতে থাকলে ভাড়াটিয়া মালিক হতে পারে? অনেকেই জানেন না
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ইয়েস ইউ ডিজার্ভ ইট মাই ফ্রেন্ড। শ্রীলেখার ওই পোস্টে পারমিতা মজুমদার নামে আরেকজন লিখেছেন, কংগ্রাটস, প্রাউড অব ইউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।