বিনোদন ডেস্ক: টালিউডের বোল্ড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় বা কখনো ব্যক্তি জীবন নিয়ে নেটপাড়ায় বেশ চর্চিত হন এ অভিনেত্রী। হরহামেশাই সোশ্যাল মিডিয়ায় ছবি বা স্ট্যাটাস শেয়ার করেন।
সম্প্রতি শ্রীলেখা তার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সেলফি মুডেই ভিডিওটি তুলছিলেন শ্রীলেখা, ক্যামেরা একটু ঘুরতেই দেখা গেল ড্রাইভিং সিটে বসে রয়েছেন এক হ্যান্ডসাম। এই লং ড্রাইভটা দারুণ এনজয় করছেন দুজনেই। আর ভিডিওর ক্যাপশনে শ্রীলেখা যা লিখেছেন তা দেখে তো চোখ ছানাবড়া নেটিজেনদের।
হ্যান্ডসামকে পাশে নিয়ে ‘এই পথ যদি না শেষ হয়’ গান, আর ক্যাপশনে লেখা- ‘ভাবো, ভাবতে থাকো.. টাটা’। এ সুদর্শন পুরুষের নাম ত্র্যম্বক রায় চৌধুরী। পেশায় মডেল এবং অভিনেতা সে। শ্রীলেখার জিম পার্টনার ত্র্যম্বক। এর আগেও বেশ কয়েকবার শ্রীলেখার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখা মিলেছে তার।
শ্রীলেখার শেয়ার করা এই ভিডিও দেখে, কেউ লিখছেন- ‘উফ দারুণ তো। পাবলিক এই জল্পনা-কল্পনাটা ডিজার্ব করে’। আবার কেউ লিখেছেন, ‘ভাবছি না ভাবতে চাইছিও না। তুমি ভালো আছো সেটাই আসল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।