সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড এড়াল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে। কিন্তু এরপর যা হচ্ছে তাতে শ্রীলঙ্কান সমর্থকদের মনে হতেই পারে, না শুরু হলেই ভালো হতো। ১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। ৩৩ রানে ৭ উইকেটও হারিয়ে ফেলেছিল। তবে দলটির জন্য স্বস্তি, ওয়ানডের সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পেরেছে তারা। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের ৩৫ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড হচ্ছে না লঙ্কানদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ৩৯ রান শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কা

৪০ মিনিট বৃষ্টি বিরতির পর নেমেই ধাক্কা। প্রথম ওভারে যশপ্রীত বুমরার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল পেরেরা। তখনো বোঝা যায়নি কী হতে যাচ্ছে। প্রথম ওবারে একটা চারও মারলেন কুশল মেন্ডিস।

পরের ওভারে সিরাজের বলে কোনো রান আসেনি। বুমরার পরের ওভারে এসেছে এক রান। তাতে কার ঝিমুনি এলে পরের ওভারেই কেটে গেছে। এমন ঘটনাবহুল ওভার যে সচরাচর দেখা যায় না।

সিরাজের প্রথম বলে পাঞ্চ করতে গেলেন পাথুম নিশাঙ্কা। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ। পরের বলে কোনো রান হলো না। পরের বলে সাদিরা সামারাবিক্রমা জায়গা আটকা পড়লেন, এলবিডাব্লিউ। দারুণ এক ইনসুইংগারে আউট সাদিরা। শুধু আউটই হলেন না, একটা রিভিউও নষ্ট করলেন।

আসালাঙ্কা নামলেন আর কাভারে ইশান কিষাণকে ক্যাচ প্র্যাকটিস করালেন।

হ্যাটট্রিকের সম্ভাবনা। ধনঞ্জয়া ডি সিলভা সে বলটা মিড উইকেটে ঠেলে দিলেন। হ্যাটট্রিকের আশায় সব ফিল্ডার স্লিপ আর গালিতে ছিলেন, তাই বল আটকাতে দৌড়াতে হলো সিরাজকেই। কিন্তু সীমানা পর্যন্ত বলের পিছু পিছু দৌড়েই সার হলেন, চার আটকানো হলো না।

পরের বলেই তাই প্রতিশোধ। দুর্দান্ত এক আউট সুইং ডি সিলভার ব্যাটের স্পর্শ নিয়ে চলে গেল উইকেটকিপারের কাছে। ১২ রানে ৫ উইকেট নেই শ্রীলঙ্কার।

সায়ন্তিকার বিরুদ্ধে ৫০ হাজার রুপি ও পোশাক মেরে দেয়ার অভিযোগ প্রযোজকের

চতুর্থ ওভারে ৪ রানের বিনিময়ে ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।

বুমরার ওভারে কোনো রান হয়নি। সিরাজের তৃতীয় ওভারে আউট সুইংয়ের প্রদর্শনী মিলল। অফ স্টাম্পের একটু বাইরে বল পিচ করে ভয় জাগিয়ে বেরিয়ে যাচ্ছিল। শানাকার তবু শিক্ষা হলো না। মিডুল স্টাম্পে বল পিচ করে আউট সুইং হলো, ঠিক আগের তিনটি বলের মতোই। কিন্তু শানাকা এমন বলেই ক্রস ব্যাটে খেলতে গেলেন, বোল্ড। ১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা। ৪ রানে ৫ উইকেট সিরাজের!