‘দলের ব্যর্থতায়’ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারির পদত্যাগ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা। বিশ্বকাপে ক্রিকেট দলের চরম ব্যর্থতায় বেশ সমালোচিত হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

 শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

এর আগে, এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগের দাবি করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো। পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ জানাননি ডি সিলভা। তবে ধারণা করা হচ্ছে দলের ব্যর্থতার কারণেই সরে দাঁড়াচ্ছেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিক কোনো বিবৃতি ছাড়াই সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান সিলভা।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বোর্ডের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবে না কোনো দেশের ক্রীড়া মন্ত্রণালয়।

অন্যদিকে লঙ্কান সরকারের আইন অনুসারে, লঙ্কান বোর্ডের কার্যাবলী পর্যবেক্ষণের ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।

অনন্যার গোপন তথ্য ফাঁস করলেন সারা

দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) গত এক বছর ধরে তিক্ত সম্পর্ক চলছিল। তবে সম্প্রতি তা উষ্ণতায় রূপ নিয়েছে। বর্তমানে আবারও তা তিক্ততার দিকে এগুচ্ছে।