স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫২ রানের লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। ২ উইকেটের জয় পেয়ে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৩০ রানে ৫ উইকেট হারায় বাবর আজমের দল। এরপর সেখান থেকে দলকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১০৮ রানের জুটি। ৪০ বলে ২ ছক্কা ও ৪ চারে ৪৭ রানে সাজঘরে ফেরেন ইফতিখার।
তবে রিজওয়ান খেলেন শেষ বল পর্যন্ত। ৭৩ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও ছয়টি চার। এর আগে ওপেনিংয়ে নেমে ৬৯ বলে ৫২ রান করেন আব্দুল্লাহ শফিক।
সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক বাবর আজম। ৩৫ বলে ২৯ করেছেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা। তবে ৮ ওভারে ৬৫ রান খরচ করেছেন তিনি। প্রমোদ মাদুশানও ছিলেন খরুচে, ৭ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
৪২ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৫২। বৃষ্টি আইনে শ্রীলঙ্কার লক্ষ্যও ২৫২।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে লঙ্কান ব্যাটাররা। বল আর রানের সমান গতি রেখে ধীরে ধীরে লক্ষ্য পুরনে এগিয়ে যায় লঙ্কানরা। চারিথ আসালঙ্কা অপরাজিত ৪৯ রানে শ্রীলঙ্কাকে ফাইনালে পৌঁছে দেন। কুশল মেন্ডিস দ্বীপরাষ্ট্রের হয়ে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।