আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার কাতুনায়েকে অবস্থিত বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাহাজটি কলম্বো ছেড়ে যাওয়ার কথা ছিল।
রুশ অ্যারোফ্লোটের উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে শ্রীলঙ্কায় অবতরণ করে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর ছাড়ার ঠিক আগ মুহূর্তে কলম্বোর বাণিজ্যিক আদালতের নির্দেশে উড়োজাহাজটি আটকে দেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিষেধাজ্ঞার মুখে গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল অ্যারোফ্লোট। তবে এপ্রিলে কলম্বোর সঙ্গে পুনরায় বিমান চলাচল শুরু করে সংস্থাটি।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রুশ বিমান সংস্থা, শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেল এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন। লিজিং কোম্পানির অভিযোগের জেরে এই ঘটনা ঘটেছে বলেও খবরে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।