আন্তর্জাতিক ডেস্ক : পর্যটনখাত সমৃদ্ধ করতে বিশ্বের সাত দেশের নাগরিকদের বিনামূলে পর্যটন ভিসা দেয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে শ্রীলঙ্কা।
দেশটির ইমিগ্রেশন বিভাগ তাৎক্ষণিকভাবে বিনামূল্যে পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।
এর আগে, ৭টি দেশের ভ্রমণকারীদের বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাবে অনুমোদনের কথা জানায় শ্রীলঙ্কা। গত ২৪ অক্টোবর এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।
তিনি জানান, ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড- এই সাতটি দেশের ভ্রমণকারীদের পাঁচ মাসের জন্য বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তিনি আরও জানান, বিনামূল্যের ভিসা কার্যক্রম একটি পাইলট প্রকল্প হিসেবে অবিলম্বে শুরু হয়েছে এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।
দেশটিতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করাই এই পদক্ষেপের উদ্দেশ্য বলে জানিয়েছে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী বছরগুলোতে শ্রীলঙ্কায় আগত পর্যটকের সংখ্যা ৫০ লাখে উন্নীত করার আশা করা হচ্ছে।
নতুন পদক্ষেপের মাধ্যমে ভ্রমণকারীদের ভিসা পাওয়ার জন্য অর্থ এবং সময় সাশ্রয় হবে বলেও জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।
![](https://inews.zoombangla.com/wp-content/uploads/2024/12/2-39.jpg)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।