আন্তর্জাতিক ডেস্ক : স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে শ্রীলঙ্কা। গেলো কয়েক মাসে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অর্থনৈতিক সংকট আগের মতোই রয়েছে। ফলে এবার ডলারের পরিবর্তে চা দিয়ে তেলের বকেয়া মূল্য পরিশোধ করবে লঙ্কানরা।
২৫ কোটি মার্কিন ডলারের তেলের বকেয়া পরিশোধ করতে শ্রীলঙ্কা আগামী মাস থেকে ইরানে চা রপ্তানি শুরু করবে।
শ্রীলঙ্কা চা ব্যুরো জানিয়েছে, এভাবে ইরান ও শ্রীলঙ্কা উভয় দেশই মার্কিন ডলার পরিশোধ ছাড়াই লেনদেন করবে।
দেশটির চা বোর্ডের চেয়ারম্যান নীরজ দে মেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এটি আমাদের জন্য খুবই সময়োপযোগী কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশাধিকার পেয়েছি এবং ইরান ও শ্রীলঙ্কা উভয়েই ডলারের উপর নির্ভর না করে বাণিজ্য করতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করার চেষ্টা করছে দেশটি। ফলে এ পদক্ষেপ ইরান-শ্রীলঙ্কা উভয়ের জন্যই লাভজনক।
চুক্তি অনুযায়ী, আগামী ৪৮ মাসের জন্য, ইরানে প্রতি মাসে পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার মূল্যের চা পাঠাবে শ্রীলঙ্কা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, প্রতি মাসে প্রায় ২০ লাখ ডলার মূল্যের চা পাঠিয়ে এ প্রক্রিয়া শুরু হবে।
ইরান বরাবরই লঙ্কান চায়ের অন্যতম প্রধান ক্রেতা। কিন্তু ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় শ্রীলঙ্কা থেকে ইরানের চা আমদানি গেলো কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।