স্পোর্টস ডেস্ক : দেশবাসীর ভয়াবহ সঙ্কটে জ্বালানি নিতে আসা সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন কিংবদন্তি রোশন মহানামা। যিনি ১৯৯৬ সালে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছেন।
স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। জ্বালানি, বিদ্যুৎ ও খাবারের বিরাট ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এমনকী ওষুধ সরবরাহ ব্যহত। সাধারণ মানুষের দৈনদশা দিনের আলোর মতো পরিস্কার।
এই অবস্থায় আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না সাবেক এ ক্রিকেটার। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার দেশবাসীর সঙ্কটে নেমে পড়লেন রাস্তায়।
বিতরণ করছেন গ্লাসের পর গ্লাস চা ও বান রুটি। নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন মহানামা। সূত্র : জি২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।