বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার জীবনে প্রথম যে সিরিয়াস সম্পর্ক ছিল, তাতে মা শ্রীদেবীর সায় না থাকায় সেই সম্পর্ক ভাঙতে হয়। কারণ সে সময় তার বাবা-মা চাইতেন মেয়ে প্রেম করুক। মায়ের কাছে মিথ্যা বলেই প্রেমিকের সঙ্গে দেখা করতেন অভিনেত্রী। সম্প্রতি এত সাক্ষাৎকারে নিজেই এসব তথ্য দেন। কিন্তু জাহ্নবীর সেই প্রথম প্রেম কে ছিলেন, তা অবশ্য তিনি খোলসা করেননি। তবে এখন নিজের মতো প্রেমে ভাসছেন এ গ্ল্যামারকন্যা। প্রেমিকের সঙ্গে ছুটিও কাটাচ্ছেন বলে জানা যায়। এরইমধ্যে চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি হয়েছেন তিনি। পাপারাৎজ্জির সামনে অবশ্য শিখর পাহাড়িয়া এবং জাহ্নবী কাপুরের একসঙ্গে দেখা মেলেনি। শিখর যখন বিমানবন্দরে পৌঁছেছিলেন, তখন তিনি জাহ্নবী কাপুরের জন্য অপেক্ষা করেছিলেন।
বিমানবন্দর টার্মিনালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে একা এসেছিলেন জাহ্নবী। ভিডিওতে জাহ্নবীকে নো-মেকআপ লুকে দুর্দান্ত দেখাচ্ছিল। স্যালমন পিঙ্ক শেডের আরামদায়ক কো-অর্ডস পোশাকে ক্যাজুয়াল লুকে ধরা দেন তিনি। চিত্রগ্রাহকদের দেখে মৃদু হেসে বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বগি রাইডে উঠতে দেখা যায় জাহ্নবীকে। শিখর ইতোমধ্যেই বসে ছিলেন সেখানে। তিনি জাহ্নবীর জন্য অপেক্ষা করছিলেন। আজকাল প্রায়ই শিখরের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। কিছুদিন আগে তিরুপতি মন্দিরে পূজা দিতেও গিয়েছিলেন তারা।
রণবীর-রাশমিকার একাধিক চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন আলিয়া, ভাইরাল ভিডিও
আম্বানিদের গণেশ পূজায় প্রতিমা বিসর্জনের সময় ‘ভাসান ডান্স’ করলেন বলিকন্যা। শুধু জাহ্নবীই নয়, বিসর্জনের শ্রীদেবী কন্যার পাশে দেখা গেল তার চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। বি-টাউনে শোনা যাচ্ছে, শিখরের সঙ্গেই নাকি প্রেম করছেন জাহ্নবী। শিখর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। শিখরের সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। তবে মাঝে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বলেই শোনা যেত। ‘ধড়ক’-এর সময় শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। ফের শিখরের কাছেই ফিরেছেন জাহ্নবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।