বিনোদন ডেস্ক : জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ স্টার কিডদের ভিড়ে ভরপুর ধামাকা ছবি। ছবিতে উঠে এসেছে টিনেজারদের নানা গল্প। গল্পে প্রেম দেখানো হলেও বাস্তবে মোড় নিয়েছে নব্য প্রেমের গল্প। অগস্ত্য-সুহানার প্রেমের পর গুঞ্জন উঠেছে শ্রীদেবী কন্যা খুশির প্রেম নিয়ে।
বলিউডে এখন স্টার কিডদের জয়জয়কার। নতুন ছবির খবর নইলে সম্পর্ক ভাঙা-গড়ার খবর। সম্প্রতি নতুন বছর উদযাপন করতে উড়ে গেছেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখ কন্যা সুহানা খান। এদিকে ‘দ্য আর্চিস’-এর আরেক অভিনেতা বেদাঙ্গ রায়নার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর।
মাস কয়েক আগেই বেদাঙ্গ- খুশির সম্পর্কের সমীকরণ নিয়ে নানান গুঞ্জন শুরু হয়। প্রায় বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা গেছে দুজনের। খুশির প্রতি বেদাঙ্গের যত্নশীল আচরন দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে প্রেম নিয়ে।
এক সাক্ষাৎকারে বেদাঙ্গ জানান, খুশির সঙ্গে তার সম্পর্ক নিয়ে। বেদাঙ্গ বলেন, ‘খুশি আর আমার বন্ধুত্বের অনেক কারণ রয়েছে। অনেক কিছু মিলে যায় আমাদের। একই ধরনের গান পছন্দ। আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। তবে আমরা প্রেম করছি না। আমরা শুধুই বন্ধু।’
তবে এই বন্ধুত্বের গল্প কী অন্য রসায়নে মোড় নিচ্ছে এমনটাই প্রশ্ন নেটিজেনদের। এর আগে অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গেও বেদাঙ্গের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ বেটি কুপারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে খুশি কাপুরকে। এখান থেকেই পেয়ে গেছেন দ্বিতীয় ছবির অফার। করণ জোহরের ছবিতে সাইফ পুত্র ইব্রাহিমের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।