বিনোদন ডেস্ক : লন্ডনে শুরু হয়েছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। আর এতে অংশ নিতে শহরটিতে গেলেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা চঞ্চল চৌধুরী।
বুধবার এই ফ্লাইটে তারা রওনা দেন। সৃজিতের পরিচালনায় চঞ্চল অভিনয় করছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে।
বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘‘এটা ‘পদাতিক’র জন্য অনেক বড় একটা সফর। লন্ডনে পদাতিক সিনেমার তিনটি প্রদর্শন হবে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি।’’
জানা যায়, গত ২৫ অক্টোবর উৎসবটি শুরু হয়েছে। যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। পদাতিক সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
অন্যদিকে, চঞ্চলের জন্য আরও একটি বড় সুখবর এসেছে গতকাল মঙ্গলবার। ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২। এবার ‘হাওয়া’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।