জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেছিলেন মিথিলা। শুরুতে তাদের সংসার নিয়ে চর্চা থাকলেও সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন ছড়াতে শুরু করেছে।
এমনকি শোনা যাচ্ছে তারা এখন আর একসঙ্গে থাকছেন না। তাই ভক্তদের প্রশ্ন সৃজিত-মিথিলার সম্পর্কে কি সত্যিই ফাটল ধরেছে? সম্প্রতি এক পডকাস্টে এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মিথিলা। সেখানে তিনি বলেন, ২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত আমি কলকাতায় যাইনি, কারণ আমার ভিসা নেই। তার এই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও জোরদার হয়।
সঞ্চালক প্রশ্ন করেন, অনেকেই বিচ্ছেদের কথা বলছে সৃজিত মুখার্জি এখনও তার স্বামী আছেন কিনা। উত্তরে মিথিলা খানিকটা ধোঁয়াশা রেখে বলেন, এটা তো যারা বলছে তারাই বলছে, আমি কিছু বলব না। ফের সঞ্চালক জানতে চান পাসপোর্টে সৃজিতের নাম রয়েছে কি না। অভিনেত্রী বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নাম রয়েছে। মিথিলা এমন বক্তব্যে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে রহস্য তৈরি করেছে।
প্যারিস ফ্যাশন র্যাম্পে ঐশ্বরিয়া, রাজকীয় লুকে নজর কাড়লেন বচ্চন বধূ
অন্যদিকে সৃজিত টলিউডে এখন চর্চার কেন্দ্রবিন্দু পরিচালক সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন। ২০১৯ সালে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করে দুই বাংলায় আলোচনায় আসেন তিনি। তবে বর্তমানে মিথিলা মেয়েকে নিয়ে ঢাকায় থাকায় দাম্পত্যে ফাটলের গুঞ্জন তীব্র হয়েছে। এর মাঝেই অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নতুন কানাঘুষো শুরু হয়েছে। পূজা থেকে প্রিমিয়ার প্রায় সব আয়োজনেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও তারা সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই দাবি করছেন, ভক্তরা অনেকেই সেটিকে প্রেম হিসেবে দেখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।