বিনোদন ডেস্ক : সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ সিনেমায় নয়া চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় ক্যারিয়ারে অনেক চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে এবার জয়া হাজির হচ্ছেন পুলিশের চরিত্রে।
জানা গেছে, ‘দশম অবতার’ সিনেমায় জয়াকে পুলিশের পোশাকে দেখা যাবে। এ সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে পাঁচ বছর পর আবারও কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে। সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় বাংলাদেশের অভিনেত্রীকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।
গত বুধবার জয়া আহসানসহ ‘দশম অবতার’ সিনেমার চার চরিত্রের ‘লুক’ প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার জয়াকে পুলিশ রূপেই হাজির করছেন সৃজিত। সিনেমাটির কাজও প্রায় শেষের পথে। চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
‘২২শে শ্রাবণ’ সিনেমার প্রিক্যুয়েল ‘দশম অববার’। জয়া আহসান ছাড়াও ‘২২শে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছেন।
সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এর আগে ২০১৮ সালে সৃজিতের পরিচালনায় অভিনয় করেছিলেন জয়া আহসান। সে সিনেমার নাম ‘এক যে ছিল রাজা’। ওই সময়ে তাদের মধ্যে প্রেম নিয়েও গুঞ্জন ছিল টালিপাড়ায়। সেসব ঝেড়ে ফেলে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়েছেন দুজন। এ বছর কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।
এদিকে ‘কড়ক সিং’ নামে প্রথমবারের মতো হিন্দি ভাষার সিনেমায় নাম লিখিয়েছেন জয়া আহসান। ইতিমধ্যে সিনেমার দৃশ্যধারণেও অংশ নিয়েছেন তিনি। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী।
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, যেভাবে পাবেন আর্থিক সহায়তা
সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।