বিনোদন ডেস্ক : টালিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জন আরও জোরালো হলো তাদের বিশেষ পার্টিতে অংশ নেয়ার পর। এর আগেও তাদের দেখা গেছে বিশেষ মুহূর্তে।
সৃজিতের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ঘিরে এই গুঞ্জন শুরু। সিনেমাটিতে অভিনয় করেছেন সুস্মিতা, আর শুটিং হয়েছে সমুদ্রপাড়ের শহর পুরীতে। শুটিংয়ের ফাঁকে সুস্মিতা একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি আর সৃজিত হাতে হাত রেখে সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছেন।
এবার সেই গুঞ্জনের আঁচ যেন আরও উসকে দিল ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদযাপনের এক পার্টিতে।
গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ছিল ‘মৃগয়া’র সাকসেস পার্টি। সেখানে পরিচালক অভিরূপ ঘোষের নিমন্ত্রণে হাজির ছিলেন তার ‘গাইড’ সৃজিত। সেই প্রেক্ষিতেই অভিরূপে ছবির সাফল্য উদযাপনের অংশীদার হিসেবে যান সৃজিত।
আর সেই ছবিতে আইটেম ডান্সে ঝড় তোলা সুস্মিতাও ছিলেন সেখানে। এদিকে সেই পার্টি জমজমাট, সঙ্গে আলো-আধারিতে চোখে পড়ল সৃজিত-সুস্মিতার খুনসুটি, হাসি, আড্ডা। আর তার একটি দৃশ্য ভাইরাল হতেই বাড়ল তাদের প্রেম জল্পনা।
সেই অনুষ্ঠানে সুস্মিতার নাচ ছিল আকর্ষণের কেন্দ্রে। নাচ শেষে অভিনেত্রী এসে সৃজিতকে নাচতেও অনুরোধ করেন। কিন্তু নারাজ পরিচালক। কারণ, তিনি আড্ডায় ব্যস্ত। এরপর সুস্মিতাও যোগ দেন সৃজিতের আড্ডায়।
এদিকে অনেক আগে থেকেই জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে টালিউড পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্কের অবনতির গুঞ্জন অনেক আগে থেকেই মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়েছে।
তবে সৃজিতের এমন আলোচনা এই প্রথম নয়—অতীতেও তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখার্জি, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক নায়িকার। সম্পর্ক টেকেনি, কিন্তু সম্পর্কগুলো আজও ‘শান্তিপূর্ণ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।