আজ সৃজিতের জন্মদিন , যে বার্তা দিলেন স্ত্রী মিথিলা

সৃজিত মুখোপাধ্যায় মিথিলা

বিনোদন ডেস্ক : আজ ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। ৪৭-এ পা দিয়েছেন এ নির্মাতা। ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত মুখোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন সৃজিত। ব্যস্ততার মধ্যে ঘরোয়াভাবে পালন করছেন জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন স্ত্রী মিথিলাও।

সৃজিত মুখোপাধ্যায় মিথিলা

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা।

ছবিতে দেখা যায়, সোফার ওপর বসে আছেন মিথিলা, তার গা ঘেঁষে বসে আছেন সৃজিত। মিথিলার ডান দিকে তার পোষ্যপ্রাণী এবং তার পাশে আইরা। ছবিতে সৃজিত-মিথিলার সুখী পরিবারের দৃশ্য উঠে এসেছে।

সৃজিতের বয়স নিয়ে কম প্রশ্নের মুখোমুখি হননি মিথিলা। তাহসানের মতো হ্যান্ডসামের পর বুড়ো ডিরেক্টরকে বিয়ে করেছেন এমন কথা বলা হয়েছে তাকে। কিন্তু মিথিলা আর সৃজিতের বয়সের ফারাক জানলে আপনি চমকে যাবেন। বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছেই প্রশ্ন রেখেছিলেন মিথিলা নিজে। মিথিলা সঞ্চালিত শো ‘আমার আমি’তে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই মিথিলার কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন ‘কাকাবাবু’ পরিচালক। জন্মের সাল-তারিখ ঘোষণা করে সৃজিত। সঙ্গে বলেন, আমার পাকা দাড়ি দেখে আমার বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমার মা। ওনার ২৫ বছর বয়স থেকে চুল পাকতে শুরু করে। এই জিনে আমার কোনো হাত নাই।

১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সৃজিত। আর তার ‘বেটারহাফ’ মিথিলার বয়স এখন ৪০। দুজনের বয়সের ফারাক মাত্র ৬ বছরের। যদিও সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ওই শো-তেই জানিয়েছিলেন, ‘ওর আসল বয়স ছয় কী সাড়ে ছয়। আমার মেয়ে আইরার সঙ্গে যখন ওকে আমি দেখি, এটাই মনে হয়।

সৃজিত-মিথিলার দাম্পত্যে ভাঙনের গুঞ্জনও হালে কম শোনা যায়নি। কিন্তু অভিনেত্রী বহুবার স্পষ্ট করেছেন, তাদের সম্পর্ক ‘স্টেবল’।

চুরির টাকায় মা-মেয়ের দেশ ভ্রমণ

এক সাক্ষাৎকারে ‘মায়া’খ্যাত তারকা জানিয়েছেন, ‘আমার মনে হয় যে কোনো দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটি তো আমরা জানাবই। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এর পর কেউ বিশ্বাস করবেন না। সেই পালে বাঘ পড়ার মতো হবে।

প্রসঙ্গত, মিথিলা আপতত ব্যস্ত টালিউডে নিজের পরবর্তী প্রোজেক্ট ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে। ওদিকে সৃজিত ব্যস্ত নিজের পুজো রিলিজ দশম অবতার নিয়ে।