আপনার সঙ্গে সৃজিতের সংসারটা ভেঙে গেল? উত্তরে যা বললেন মিথিলা

মিথিলা সৃজিত

বিনোদন ডেস্ক: রাফিয়াত রশিদ মিথিলা, জনপ্রিয় এই স্টার ধীরে ধীরে কলকাতার বুকে জায়গা করে নিয়েছেন। তার কাজই তার পরিচিতি। তবে দুই বাংলার বুকে আরও এক পরিচয় তিনি সকলের সামনে পরিচিত। তাহল তিনি সৃজিত মুখার্জীর স্ত্রী।

মিথিলা সৃজিত

একসঙ্গে এই জুটিকে বহু জায়গায় দেখা গিয়েছিল। গুঞ্জন ছিল বহু আগে থেকে। তবে বর্তমানে তাদের সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? সেলেবদের জীবনের অন্দরমহলের খবরের খোঁজ কে না রাখতে চায়? তাই সম্প্রতি এই জুটিকে নিয়ে নেটদুনিয়ার মাথাব্যথা।

ঝড়ের গতিতে ভাইরাল হয় তাদের বিচ্ছেদের খবর। সর্বত্র শোনা যায় তারা নাকি আলাদা হতে চলেছেন, একে অপরের সঙ্গে সংসার করার বিষয় এই মুহূর্তে নাকি তারা মুখে কুলুপ এঁটেছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় মিথিলাকে।

কাজ নিয়ে প্রশ্নের পাশাপাশি তারা পিছু হটল না তারা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে। মিথিলাকে সরাসরি এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, আপনার সঙ্গে সৃজিতের সংসারটা ভেঙে গেল? প্রশ্ন শুনে ঠোঁটে হালকা হাসি দেখা যায় মিথিলার। যদিও উত্তর দিলেন না মিথিলা। তিনি অনুরোধ করেন, আমরা কাজ নিয়ে কথা বলি?

চীনা তরুণী ফেং এখন পাকিস্তানি কিসওয়া, বিয়ে করলেন জাভেদকে

সম্প্রতিতে সৃজিত অসুস্থ হতে স্বামীর পাশে ছিলেন মিথিলা। হাসপাতালে সৃজিতের সঙ্গে তাকে উপস্থিত হতে দেখা যায়, তাই যা রটছে, তার সত্যতা কতটা তা নিয়ে সংশয় বর্তমান। যদিও একশ্রেণী এই বিচ্ছেদের খবরকে সত্যি বলেই গ্রহণ করেছেন, তবে অপর শ্রেণী তা মানতে নারাজ। তারা এই জুটিকে এখনও এক সঙ্গে দেখার আশা রাখেন।