বিনোদন ডেস্ক : ‘পুষ্পা ২’-এর পর থেকেই শ্রীলীলার শ্রীতে মজেছেন দর্শক। বলিউড তারকা কার্তিক আরিয়ানের হৃদয়েও বুদবুদ তুলেছেন দক্ষিণী এ সুন্দরী। দুজনে নাকি চুটিয়ে প্রেম করছেন। গুঞ্জন ডানা মেলতেই মুখ খুলেছেন কার্তিক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিকের সাফ কথা, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গেল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে।’
এরপর বলেন, ‘আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।’
শ্রীলীলা-কার্তিকের জানাশোনা বড়জোর এক মাস। তাতেই নাকি দুজন ডুবে ডুবে জল খাচ্ছেন। এমনই গুঞ্জন বলিউডে! দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকাকে। তখন থেকেই ডানা ঝাপটাচ্ছে গুঞ্জন।
এদিকে শ্রীলীলা-কার্তিক ব্যস্ত অনুরাগ বসুর নির্মিতব্য সিনেমা ‘আশিকি ৩’-এর শুটিংয়ে। দার্জিলিংয়ে বসানো হয়েছে সেট। এটি ‘আশিকি’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।