বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনে গত বছর মুখরিত ছিল টলিপাড়া। অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিনেতা ও শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কের জল্পনাকে উস্কে দেন। কাঞ্চন এবং শ্রীময়ীর ঘনিষ্ঠতা নিয়ে কম জলঘোলা হয়নি। শোনা যায়, পিঙ্কির সঙ্গে থাকাকালীনই শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) ঘনিষ্ঠ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের এই বিধায়ক-অভিনেতা। এ বিষয়ে জলঘোলা শুরু হতেই ক্ষোভ উগরে দেন পিঙ্কিও। জানিয়েছিলেন, তাঁদের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি কাঞ্চন। শুধু তাই নয়। পিঙ্কি জানান, তিনি প্রতিবাদ করায় কাঞ্চন এবং শ্রীময়ী অপদস্থ করেন তাঁকে।
তবে এই বির্তকের প্রায় এক বছর হতে চলেছে। সম্প্রতি কাঞ্চন মল্লিকের জন্মদিনে অভিনেতার সঙ্গে ম্যচিং ম্যচিং পোশাকে দেখা গিয়েছে শ্রীময়ীকে। যদিও শ্রীময়ী কাঞ্চন দুজনেই তাঁদের ঘিরে জল্পনাকে উড়িয়েই দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায় তাহলে কেমন পুরুষ পছন্দ শ্রীময়ীর।
এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন নায়িকা, শ্রীময়ী জানান তাঁর জীবনসঙ্গী হিসেবে বয়স্ক পুরুষ পছন্দ। এমন কেউ যে শ্রীময়ীর খেয়াল রাখবে সম বয়সী কেউ নয় বরং নিজের বয়সের তুলনায় বেশি বয়সী পুরুষকেই নিজের জীবনে চান শ্রীময়ী। তবে এই কথা জানিয়েছিলেন শ্রীময়ী দিদি নম্বর ওয়ানের মঞ্চে।
শ্রীময়ী প্রথম ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ চলাকালীন দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে রচনা বন্দ্যোপাধ্যায়েক (Rachana Banerjee) নিজের মনের কথা বলে গিয়েছিলেন নায়িকা।
যদিও তারপর আমূল বদল ঘটে নায়িকা জীবনে অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। যদিও তিনি কাঞ্চনকে বরা বরই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড বলে এসেছেন।
প্রসঙ্গত, শ্রীময়ী ও অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের সম্পর্ক নিয়ে যখন খবরে খবরে ছয়লাপ, সেই সময় সংবাদমাধ্যমেকে তিনি জানান কাঞ্চন তাঁর দাদার মতো। এছাড়াও শ্রীময়ী তাঁর বক্তব্য সংযোজন করে বলেন, কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) , খরাজ মুখোপাধ্যায়ের মতো মানুষদের থেকে কাজ শিখেছেন । তাঁরা শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) কাছে ফ্রেন্ডস, ফিলোজাফার,গাইড-এর মতো। তাঁদের ছাত্রী ও শিক্ষকের সম্পর্ক তাঁর।
বলিউডকে ‘তাচ্ছিল্য’ করে বিষ্ফোরক দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।