জুমবাংলা ডেস্ক : প্রচলিত পদ্ধতিতে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার একটি ধারা গত কয়েক বছর ধরেই চলে আসছে। তবে নতুন কারিকুলামে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বর নেয়ার প্রস্তাবনা রয়েছে। ফলে ২০২৬ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরে হতে পারে।
দীর্ঘদিন নবম ও দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হলেও নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩৫ শতাংশ শিখনকালীন ও ৬৫ শতাংশ সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি সাজানো হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে পড়তে হবে অভিন্ন দশটি বিষয়। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি।
এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি জানিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থী শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে। এসব দিক বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত না। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।