স্টেডিয়ামে নিভল বাতি, জ্বলে উঠলো হাজারও টর্চ!

stadium

স্পোর্টস ডেস্ক : বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে। ফরচুন বরিশালের মুখোমুখি খুলনা টাইগার্স। ইনিংসের ঠিক দ্বিতীয় ওভারেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তখন সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিট। হঠাৎ নিভে যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সব বাতি। ফ্লাড লাইট বন্ধ হওয়ায় নেমে আসে অন্ধকার, বন্ধ হয়ে যায় খেলা।

stadium

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। ইনিংসের ১.২ ওভার যেতেই হঠাৎ অন্ধকারে ছেয়ে যায় পুরো স্টেডিয়াম।

অন্ধকার নেমে আসতেই মাঠ চলে যান ক্রিকেটাররা। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা। লোডশেডিংয়ের কারণেই হঠাৎ বন্ধ হয়ে যায় খেলা। প্রেসবক্সেও বিদ্যুৎ ছিল না। কয়েক মিনিট পর প্রেসবক্সে আলো জ্বললেও মাঠ ছিল অন্ধকার। গ্যালারি ভর্তি দর্শকরা মুঠোফোনের টর্চলাইট জ্বালিয়ে দেন। দর্শকদের মুঠোফোনের টর্চে আবছা আলোকিত হয়েছিল মিরপুর স্টেডিয়াম।

১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলে ওঠে। ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন এবং খেলা পুনরায় শুরু হয়।

হুট করে মিরপুর স্টেডিয়ামে বিদ্যুতের বিপর্যয় নেমে আসবে এটা হয়তো জানা ছিল না আয়োজকদেরও। তাই ছিল না বিকল্প ব্যবস্থাও।

সাধারণত খেলা চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্য বলা হয়ে থাকে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানিকে (ডেসকো)। তারাও সে ব্যাপারে আশ্বাস দেন। আর সেই ভরসায় খেলাও চলে মিরপুরে। পুরো টুর্নামেন্টজুড়েই বিকল্প ব্যবস্থা ছাড়া খেলা আয়োজন করা হয়েছিল। তবে আজ হঠাৎ করেই বিদ্যুৎ বিপর্যয় হয়। আর সে কারণেই বন্ধ হয়ে যায় খেলা।

বলিউড তারকাদের রাজকীয় বিয়েতে কত খরচ হয়

ফরচুন বরিশাল ইতিমধ্যে এলিমিনেটরে চলে গেছে। শেষ চারের আগেই বিদায় নিয়েছে খুলনা টাইগার্স। তাই দুদলের জন্যই এটা স্রেফ নিয়মরক্ষার ম্যাচ।