সিলেটে স্টেডিয়ামের গেটে সাকিব নামের এক যুবক আটক

সাকিব

স্পোর্টস ডেস্ক :সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সাকিব নামের এক যুবককে “জিজ্ঞাসাবাদের জন্য” আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সাকিব

সোমবার (২০মার্চ) বিকেল ৫টার দিকে স্টেডিয়ামের ৩ নম্বর গেইটে এ ঘটনা ঘটে। এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) দেবাংশু দে রুপু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩ নম্বর গেটে টিকিট চেকিংয়ে সহায়ক হিসেবে কাজ করছিলেন সাকিব। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ২য় ম্যাচ চলাকালে বিনা টিকিটে মাঠে দর্শক প্রবেশ করানোর অভিযোগে পুলিশের সদস্যরা তাকে বাঁধা দেয়।

এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতিতেও। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য সিলেটের এয়ারপোর্ট থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা দেবাংশু দে জানান, আপাতত জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আজ আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশ দলীয় রান সংগ্রহে রেকর্ড করেছে। ৬ উইকেটে ৩৪৯ রানের পুঁজি গড়েছে তামিম ইকবালের দল। ওয়ানডেতে এটিই টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তামিম ইকবাল আর লিটন দাস শুরুটা করেছিলেন দেখেশুনে।

বাবা ও ছেলে দুইজনের সাথেই রোম্যান্স করেছেন অভিনেত্রী রেখা

এরপর মুশফিক, হৃদয়, লিটনের ঝড়ে দিশেহারা হয়ে যান আইরিশ বোলাররা। দীর্ঘ এক বছরের বেশি সময় পর সেঞ্চরির দেখা পান মুশফিকুর রহিম। ম্যাচের শেষ বলে সেঞ্চুরির দেখা পান মুশি।