সুয়েব রানা, সিলেট : ১৯ ডিসেম্বর, ২০২৪ দুর্নীতি প্রতিরোধে সিলেট গ্যাসফিল্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড -এর কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে বিধি বহির্ভূতভাবে ওভারটাইম বাবদ অর্থ প্রদান করে রাষ্টীয় অর্থের অপচয় করার অভিযোগ বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই কার্যালয়ের নভেম্বর মাসের কর্মচারীদের বেতন বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, ১৯৫ জন কর্মচারী কর্মরত থাকলেও প্রকতৃপক্ষে বেতন ও ওভারটাইম ভাতা ২২২ জন কর্মচারীর অনুকূলে দেয়া হয়েছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কর্মচারীদের বেতন বাবদ মোট ২ কোটি ৩৫ লাখ ১১ হাজার ৫২৬ টাকা প্রদান করা হয়েছে এবং ওভারটাইম ভাতা বাবদ মোট ২ কোটি ৭১ লাখ ৮৬ হাজার ৬২১ টাকা প্রদান করা হয়েছে। এতে দেখা যায় যে, মূল বেতনের চেয়ে ওভারটাইম ভাতার পরিমাণ অনেক বেশি। অধিকন্তু ওভারটাইম ভাতা প্রদানের কোন রেজিস্ট্রার পাওয়া যায়নি।
এছাড়া টিম জানতে পারে, ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড তাদের কর্মচারীদের ওভারটাইম ভাতা বাবদ মোট ২ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকা অতিরিক্ত প্রদান করার ফলে সরকারের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বিধায় অডিট আপত্তি প্রদান করা হয়েছে, যা এখনো নিষ্পত্তি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।