Stag beetle: এই প্রাণীটি পেয়ে গেলেই আপনি কোটিপতি!

Stag beetle

পোষ্য প্রাণী হিসেবে অনেকের বাড়িতেই অনেক কিছুই দেখা যায়। কেউ কুকুর পোষেন, কেউ বিড়াল আবার কেউ আবার পাখিও রাখেন বাড়িতে। কিন্তু তা বলে বাড়িতে কেউ পোষ্য হিসেবে পোকা রেখেছেন, এমনটা দেখেছেন কখনও? স্ট্যাগ বিটল নামে এমন একটি পোকা রয়েছে, যার এমনই দাম যে শৌখিনতার বশে অনেকেই পুষতে পারেন।

Stag beetle

পৃথিবীতে খুব কম মানুষই আছেন, যাঁরা স্ট্যাগ বিটল সম্পর্কে জানেন। পোষ্য হিসেবে বাড়িতে কেউই পোকামাকড় রাখতে চান না। কিন্তু স্ট্যাগ বিটল যে কী মূল্যবান, যারা জানেন তারা ক্ষুদ্রতম এ প্রাণীটিকে পেলেই পুষতে চাইবেন।

প্রানীটি একটি BMW বা Audi-র সমান মূল্যের। কয়েক বছর আগে একজন জাপানি ব্রিডার ৭৪ দশমিক ২৫ লাখ টাকায় পোকাটি বিক্রি করেছিলেন। সারা বিশ্বে পোকাটির মোট ১২শ’ প্রজাতি পাওয়া যায়। স্ট্যাগ বিটল নামের এই পোকাটি অনেক দামি হলেও এটি আবর্জনার মধ্যে পাওয়া যায়। শুকনো পঁচা কাঠে জন্মায় এই পোকা।

তাছাড়া, এরা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। তবে, শীতকাল পোকাগুলির জন্য কোনও দিক থেকেই ভাল নয়। তবে এদের যদি উষ্ণ ও পরিষ্কার জায়গায় রেখে দেয়া যায়, তাহলে এরা শীতকালেও যথেষ্ট ভাল থাকে। একটা স্ট্যাগ বিটল অন্তত ৭ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। মূলত এই পোকা দিয়ে জীবনদায়ী কিছু ওষুধ তৈরি করা হয় বলে পোকাগুলি এত দামি।