জুমবাংলা ডেস্ক : এপিবিএন, নৌ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি, যুগ্ম কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কয়েক ঘণ্টার নোটিশে এ আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯ কর্মকর্তাকে বদলিকৃত পদে সোমবার দুপুরের মধ্যে যোগদান করতে বলা হয়।
অন্যথায় সোমবার দুপুর থেকে স্বয়ংক্রিয়ভাবে কর্মরত দপ্তর থেকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলেও আদেশে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।