আইপিএলে ফিরছেন যেসব তারকা ক্রিকেটার

IPL1

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল ক্রিকেট লিগ আইপিএল। বিশ্বের মোটামুটি সব দেশের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য। আইপিএলে অংশ নেয়ার জন্য জাতীয় দলের ম্যাচ অবজ্ঞা করার উদাহরণ আছে ভুরি ভুরি। তবে ইনজুরি এবং ব্যক্তিগত কারণে অনেক সময় আইপিএল থেকে নিজেদের সরিয়েও নেন ক্রিকেটাররা।

IPL1

দরজায় কড়া নড়ছে আইপিএলের ১৭তম আসর। ইনজুরি এবং ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের ষোড়শ আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন অনেক ক্রিকেটার। তাদের মধ্যেই অনেকে আবার ফিরেছেন এবারের আইপিএলে। জেনে নেয়া যাক সেসব ক্রিকেটারের সম্পর্কে।

রিশভ পন্ত: এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত কামব্যাক রিশভ পন্তের। ২০২২ সালের ডিসেম্বরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ব্যাপকভাবে আহত হন পন্ত। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন এই ক্রিকেটার। তবে ১৪ মাসের ব্যবধানেই আবার মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষে ৩ দিন আগে রিশভকে খেলার জন্য ফিট হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। ইতোমধ্যে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। আইপিএলের গত আসরে না খেললেও পন্তকে ধরে রেখেছিল দিল্লি। এবারের আসরে দলকে নেতৃত্বও দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শ্রেয়াস আইয়ার: পিঠের ইনজুরির কারণে আইপিএলের গত মৌসুমে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। তার অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন নিতিশ রানা। তবে এবার আবার ফিরতে যাচ্ছেন শ্রেয়াস। রঞ্জি ট্রফিতে খেলতে গিয়ে পিঠের ইনজুরি কিছুটা বেড়েছে, এমন গুঞ্জন থাকলেও ইতোমধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিয়েছেন আইয়ার। এবারের মৌসুমে কলকাতার নেতৃত্বে ফেরার কথা রয়েছে আইয়ারের।

জাসপ্রীত বুমরাহ: ইনজুরি থেকে সেরে উঠলেও বিশ্বকাপের কথা চিন্তা করে আইপিএলের গত আসরে জাসপ্রীত বুমরাহকে খেলতে দেয়নি বিসিসিআই। তবে এবার ফিরবেন এই ক্রিকেটার। শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে আসা এই ক্রিকেটার এবারের আসরেও খেলবেন হার্দিক-রোহিতদের হয়ে। ইনজুরিবিহীন ফিট বুমরাহ এখন দারুণ ফর্মেও রয়েছেন। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ৪ টেস্ট খেলে ১৯ উইকেট নিয়েছেন তিনি।

জনি বেয়ারস্টো: গলফ খেলতে গিয়ে পা ভেঙে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। তারই অংশ হিসেবে সর্বশেষ আইপিএলে খেলা হয়নি এই বিধ্বংসী ক্রিকেটারের। তবে এবার মাঠে ফিরছেন তিনি। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন পাঞ্জাব কিংস।

প্যাট কামিন্স: জাতীয় দলের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য আইপিএলের গত আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্যাট কামিন্স। এমন ত্যাগের মূল্যও পেয়েছেন অজি অধিনায়ক। গত বছর তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কামিন্সের। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। অজি এই তারকাকে নিলামে ২০ কোটি রূপিতে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় তিনি।

মিচেল স্টার্ক: মিচেল স্টার্ক ২০১৫ সালের পর আইপিএলে আর খেলেননি। দীর্ঘ সময় পর এবারের আইপিএল দিয়ে ফিরছেন তিনি। এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার তিনি। অজি এই পেসারকে ২৪.৭৫ কোটি রূপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

কেইন উইলিয়ামসন: ইনজুরির কারণে আইপিএলের গত আসরে একটি ম্যাচেও ব্যাটিং করতে পারেননি কেইন উইলিয়ামসন। প্রথম ম্যাচে খেলতে নেমে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন তিনি। ঐ চোটের কারণে গত বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। গতবারের মতো এবারও এই কিউই ব্যাটারকে দলে রেখেছে গুজরাট টাইটান্স।