বিনোদন ডেস্ক : আপাতত পার্টি মুডে আছেন অজয় ও কাজলের মেয়ে নাইসা দেবগন। একটি পাবে পার্টি করতে দেখা গেল নাইসা দেবগন, মিহিকা রামপাল, অহন শেট্টিকে। এর মধ্যে মিহিকা অর্জুন রামপালের মেয়ে আর অহন সুনীল শেট্টির ছেলে।
তাঁদের ঘনিষ্ঠ বন্ধু অরহানের জন্মদিনের পার্টিতেই হাজির ছিলেন তাঁরা। এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী বন্দিতা সাঁধু। তাঁদের পার্টির ছবি শেয়ার করেছেন অরহান।
বোঝা যাচ্ছে অজয় ও কাজলের মেয়ে নাইসাও ধীরে-ধীরে পার্টি অ্যানিমাল হয়ে উঠছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।