জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) তাদের মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ড. ইউনূস বলেন, স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হলে এটি দেশের ডিজিটাল অর্থনীতির জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।
এ বৈঠকে ড. ইউনূস ও ইলন মাস্ক বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ নারী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্টার লিংকের সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইলন মাস্ক বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।