বিনোদন ডেস্ক : হলিউডে ফের নক্ষত্রপতন৷ অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক উইলিয়াম ফ্রিডকিন মারা গেছেন। আমেরিকান এই বিখ্যাত পরিচালক কয়েক সপ্তাহ ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর৷ খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে- উইলিয়াম ফ্রিডকিন ১৯৬০ সালে ডকুমেন্টরি দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। তারপর থেকেই একের পর এক সেরা উপহার দর্শকদের দিয়েছেন তিনি৷
১৯৭১ সালে ক্রাইম থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন‘ এবং ১৯৭৩ সালের ব্লকবাস্টার ‘দ্য এক্সরসিস্ট‘ পরিচালনা করে বিশ্ব চলচ্চিত্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন।
জিন হ্যাকম্যান অভিনীত ‘দ্য এক্সরসিস্ট’ সেরা পরিচালক এবং সেরা ছবি হিসেবে ৫টি একাডেমি পুরস্কার জিতেছিল।
পরিচালকের স্ত্রী শেরি ল্যান্সিং বিবিসিকে বলেন, ‘উইলিয়াম ফ্রিডকিন ছিলেন বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্বামী। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বিস্ময়কর বাবা। তার একটি বড় বিস্ময়কর জীবন ছিল। কোনো স্বপ্ন অপূর্ণ ছিল না।’
২০১১ সালে মুক্তি পায় ফ্রিডকিনের সিনেমা ‘কিলার জো’। তার পরিচালিত নতুন সিনেমা ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’ চলতি বছর ভেনিস উৎসবে প্রিমিয়ার হবে। তার আগেই চলে গেলেন ফ্রিডকিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।