শুরু হলো ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি, যত টাকা প্রতি টিকিট

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ আর এবার এশিয়া কাপ। আর তার দ্বিতীয় ম্যাচেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ২৮ অগাস্টের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আশা করা হচ্ছে দর্শক সংখ্যা আকাশ ছুঁতে পারে। স্টেডিয়াম পুরো ভর্তি হবে। এবার এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হবে ১৫ অগস্ট থেকে। কীভাবে কাটবেন টিকিট জানুন বিস্তারিত।

ভারত-পাকিস্তান ম্যাচের

এক বছরের মধ্যে ফের সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হতে চলেছে বড় টুর্নামেন্ট। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ আর এবার এশিয়া কাপ। আর তার দ্বিতীয় ম্যাচেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। বিশ্বের যেই প্রান্তেই ম্যাচ হোক না কেন এই ম্যাচটা নিয়ে সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকে। এশিয়া কাপের ম্যাচও তার ব্যতিক্রম নয়।

২৮ অগাস্টের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। আশা করা হচ্ছে দর্শক সংখ্যা আকাশ ছুঁতে পারে। স্টেডিয়াম পুরো ভর্তি হবে। এবার এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হবে ১৫ অগস্ট থেকে। কীভাবে কাটবেন টিকিট জানুন বিস্তারিত।

ম্যাচের টিকিটের জন্য, আপনাকে platinumlist.net এই সাইটে যেতে হবে। সাইটে পৌঁছানোর পরে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার আনুমানিক সময়টা দেখিয়ে দেবে সাইটে। অতিরিক্তি ট্রাফিকের জন্য এই সিদ্ধান্ত। অপেক্ষার শেষে আপনাকে ওয়েবসাইটে অন্য পেজে নেওয়া হবে। ওয়েবসাইটে পৌঁছানোর পরে, আপনাকে ক্রীড়া বিভাগটি খুঁজতে হবে এবং এশিয়া কাপের ইভেন্ট নির্বাচন করতে হবে।

তারপর স্টেডিয়ামের নাম আসবে। সেখান থেকে ক্লিক করতে হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুবাইতে আয়োজিত ম্যাচগুলোর মধ্যে থেকে ভারত পাকিস্তান নির্বাচন করতে হবে। কটা টিকিট আছে সেটা দেখানো হবে। সেখান থেকে আপনি কটা টিকিট কাটবেন সেটা নির্বাচন করুন। আপনাকে মোট টিকিটের দাম দেখানো হবে। সেটাকে ক্লিক করলে পেমেন্টের জায়গায় নিয়ে যাবে আপনাকে। পেমেন্ট সম্পূর্ণ হলে আপনাকে টিকিট দেওয়া হবে।

বুকিংয়ের সময় : ১৫ অগস্ট ভারতীয় সময় রাত দেড়টা থেকে শুরু বুকিং। তারপর থেকে যখন খুশি তখন বুকিং করা যাবে।

দাম : ম্যাচ অনুযায়ী টিকিটের দাম ভিন্ন। দুবাই স্টেডিয়ামে ৭৫ দিরহাম থেকে শুরু। আর শারজায় শুরু ৩৫ দিরহাম থেকে। সর্বোচ্চ ১০০০ দিরহাম পর্যন্ত। ভারতীয় মুদ্রায় ৭৫ দিরহামের মূল্য ১৬২৫ টাকা। মনে করা হচ্ছে ভারত পাকিস্তান ম্য়াচের টিকিটের দাম ৪৩০০ টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে। ফলে আপনি যত তাড়াতাড়ি বুকিং করবেন তত কম দামের টিকিট পাওয়ার সম্ভবনা থাকবে।

ভাইরাল হওয়া এমএমএস অঞ্জলির নয়, যা বললেন আজমা

প্রথমবারের মতো অংশ নেবে ৬টি দল : ACC আয়োজিত এই টুর্নামেন্টে এবার ৫টির পরিবর্তে ৬টি দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের পাশাপাশি একটি ষষ্ঠ দলও টুর্নামেন্টে অংশ নেবে, যারা চারটি দলের মধ্যে খেলা বাছাইপর্বের বিজয়ী হবে।