ক্যামেরায় ধরা পড়ল বিমানবন্দর কর্মকর্তাদের অর্থ চুরির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : যাত্রীদের ব্যাগ থেকে অর্থ ও অন্যান্য সামগ্রী চুরি করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের দুই কর্মকর্তাকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ঘটনার সিসিটিভি ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন অভিযুক্ত কর্মকর্তারা যাত্রীদের ব্যাগ থেকে ৬০০ ডলারের মতো নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী চুরি করেছেন। এ নিয়ে তদন্ত শুরু হলে গত জুলাইয়ে জোসু গঞ্জালেজ (২০) ও ল্যাবারিয়াস উইলিয়ামস (৩৩) ও এলিজাবেথ ফাস্টার (২২) নামের যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তল্লাশির সময় যাত্রীদের ব্যাগ থেকে জিনিসপত্র বের করছেন কর্মকর্তারা। একজন অফিসারকে সেখান থেকে অর্থ বের করে পকেটে ঢোকাতে দেখা যায়।

অভিযুক্তদের মধ্য দুজন অর্থ চুরির কথা স্বীকার করে জানান, তাঁরা প্রতিদিনই এক হাজার ডলার করে অর্থ চুরি করতেন। তবে গত আগস্টে ফাস্টারের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়।

এ নিয়ে এক বিবৃতিতে টিএসএর পক্ষ থেকে বলা হয়, আমরা দ্রুত এই অসদাচরণের অভিযোগগুলো তদন্ত করেছি এবং পুলিশ বিভাগের কাছে আমাদের ফলাফল উপস্থাপন করেছি। আমাদের যে কোনো কর্মচারী মৌলিক নৈতিক মানদণ্ড অনুযায়ী চলতে ব্যর্থ হলে তাঁকে জবাবদিহি করতে হবে।