ব্ল্যাকহোল নিয়ে বাজি ধরেছিলেন স্টিফেন হকিং!

স্টিফেন হকিং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানী কিপ থর্ন ছিলেন স্টিফেন হকিংয়ের বন্ধু। দুজনের বাজির নেশা। দুজন এক হয়ে বাজি ধরলেন একবার। ক্যালটেকের বিজ্ঞানী জন প্রেসকিলের বিপক্ষে।

স্টিফেন হকিং

হকিংয়ের একটা তত্ত্ব নিয়ে বাজিটা। সত্তর দশকে হকিং বলেছিলেন, ব্ল্যাকহোল যদি কিছু গিলে নেয়, সেটার কোনো তথ্য আর অবশিষ্ট থাকে না। ধরা যাক, বিরাট একটা পাথর গিলে নিল ব্ল্যাকহোল, কিংবা আস্ত একটা গ্রহ। ঘটনার দিকে কেউ নজর রাখেনি।

তাই গিলে ফেলার পর জানা সম্ভব নয়, ব্ল্যাকহোল কী হজম করল কিংবা আদৌ কিছু খেয়েছে কি না।

প্রেসকিলের ধারণা, ব্ল্যাকহোল চুপচাপ একটা বস্তুটা গিলে ফেলবে, তার কোনো খবর মহাবিশ্বে থাকবে না, এটা অসম্ভব। সুতরাং ধরো বাজি। যে পক্ষ জিতবে, তারা পাবে ঢাউস একটা এনসাইক্লোপিডিয়া।

সাত বছর পরে হার মানেন হকিং। বাজির পণ হিসেবে প্রেসকিলকে দেন সাত কেজি ওজনের এক বেসবল এনসাইক্লোপিডিয়া। হার মেনেছিলেন হকিং, থর্ন কিন্তু তাঁর নিজের বিশ্বাসে অনড়। তাই হার স্বীকার করেননি তিনি। তিনি এখনো মনে করেন, ব্ল্যাকহোল নীরব ঘাতক।

কী খেল না খেল তার তথ্য মহাবিশ্বকে দেয় না। হকিং-থর্নের সেই ধারণাই কিন্তু দিন দিন হালে পানি পাচ্ছে। হকিং বাজিতে হার না মানলেই বোধ হয় ভালো করতেন।