স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে জটিলতা এখনো কাটেনি। টসের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ম্যাচ কমিশনার। সেই সিদ্ধান্ত মানেনি ভারত। তারা মাঠ ত্যাগ করেছে।
বাংলাদেশ মাঠে অবস্থান করে আবার৷ বাইলজ অনুযায়ী ৩০ মিনিট রেফারি অপেক্ষা করবেন। এরপর প্রতিপক্ষ মাঠে না আসলে অন্য দল বিজয়ী হবে। সেই ৩০ মিনিট ইতোমধ্যে অতিক্রম হয়েছে। ম্যাচ কমিশনার ভারত দলকে মাঠে ফেরানোর চেষ্টা করছেন৷ ভারত এখনও অনড়। অন্য দিকে বাংলাদেশের যুক্তি ম্যাচ কমিশনার বাইলজের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাচ কমিশনারের সিদ্ধান্তের অপেক্ষায় সাফ। টুর্নামেন্টের প্রধান অতিথি ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনিও অপেক্ষা করছেন সিদ্ধান্তের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।