জুমবাংলা ডেস্ক : কৃষক ক্ষেত থেকে আলু তুলেছেন একমাসও হয়নি। এরই মধ্যে আলুর দাম নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে হুলস্থুল কাণ্ড। তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ টাকার বেশি। ব্যবসায়ীরা বলেছেন, সরবরাহ কম। যে কারণে হঠাৎই আলুর দাম বেড়েছে। কৃষকপর্যায় থেকেই বেশি দামে আলু কিনতে হচ্ছে। যে কারণে হুহু করে বাড়ছে আলুর দাম। ভারত থেকে আমদানি করেও আলুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ দিকে কৃষকরা বলছেন, আলুর ফলন এবার অনেক কম হয়েছে। অপর দিকে আলুর দাম বাড়বে এটা বুঝতে পেরে অসাধু ব্যবসায়ীরা মাঠ থেকে কিনেই গুদামজাত করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি।
গত তিন দিনের ব্যবধানে দেশী আলু কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আর ভারতীয় আলু বেড়েছে আট টাকা। দেশী আলু গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি হয়েছে ৬০ টাকায়। যা আগের রাতেও ছিল ৫০ টাকা। খুরচা বিক্রেতারা জানিয়েছেন, গতকাল পাইকারি বাজার থেকে তারা ৪৫ টাকার ওপরে আলু কিনেছেন। এরপর তাদের নানা খরচা রয়েছে। কেজিতে তারা ৫ টাকা ব্যবসা করবেন।
মুন্সীগঞ্জের জাহাঙ্গির হোসেন। আলু চাষের সাথে জড়িত। একই সাথে টঙ্গিতে পাইকারি আড়তদারও। তিনি বলেন, এবার আলু উৎপাদন কম হয়েছে। বিশেষ করে আলু বীজ লাগানোর পর অঙ্কুর দেয়ার মুহূর্তে বৃষ্টি হয়। যে কারণে অঙ্কুর নষ্ট হয়ে যায়। এতে ১২ আনা আলু গাছ অঙ্কুরেই নষ্ট হয়েছে। ওই বীজ তুলে আবারো কয়েকগুণ বেশি টাকায় আলু বীজ কিনে তারা মাঠে রোপণ করেন। কিন্তু ফলন হয়নি। যে কারণে মৌসুমের শুরু হলেও আলুর দাম বেশি। তিনি বলেন, গতকাল বুধবার তারা ৪৫ টাকা কেজি পাইকারি বিক্রি করেছেন আড়তে। জাহাঙ্গির জানান, আলুর এই কম ফলনের সুযোগ নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তারা শুরুতেই মাঠপর্যায় থেকে আলু কিনে কোল্ডস্টোরেজে ঢুকিয়েছে। যে কারণে বাজারে বছর শুরুতেই আলুর সঙ্কট। এতে দাম আরো বেড়েছে। তিনি বলেন, মাস খানেক হয় কৃষক আলু তুলেছেন। শুরুর তিন-চার দিন মাঠ পর্যায় থেকে ১৮-১৯ টাকায় আলু কিনেছে পাইকারি ব্যবসায়ীরা। আর সেই সময়ই অসাধু ব্যবসায়ীরা মাঠ থেকে কম দামে আলু সংগ্রহ করে গুদামজাত করে। গতকাল বৃহস্পতিবার কাওরান বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে দেশী আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। ভারতীয় আলুর দর ৪২ টাকা, যা ঈদের আগে ছিল ৩৪ থেকে ৩৫ টাকা। একই বাজারে খুচরায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। আর এই আলু রাজধানীর ছোট ছোট বাজার, আর অলিগলিতে বিক্রি হচ্ছে ৬০ টাকা।
সাইদুর রহমান নামে এক ক্রেতা গতকাল কোনাপাড়া বাজারে জানান, কয়েক দিনের মধ্যে মনে হলো হুলস্থুল শুরু হয়ে গেছে। তিনি বলেন, যে আলু ঈদের আগে কিনেছেন ৪০-৪২ টাকায়। কয় দিনের মাথায় সেই আলু এখন ৬০ টাকা। হয়তো দু-এক দিনের মধ্যে আরো দাম বাড়বে। সাইদুর রহমান জানান, এভাবে সকল পণ্যের দামই বাড়ছে। কোনটি নিয়ে আলোচনা হচ্ছে, আর কোন কোনটি আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। কিন্তু মানুষ ঠিকই বেশি দামে ওইসব পণ্য কিনে খেতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, ‘আসলে বাজারে কারো নিয়ন্ত্রণ নেই’। যে কারণে কেউ বেআইনিভাবে পণ্যের গুদামজাত করছে, কেউ কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।