স্টোকসের বিদায়ে জমে উঠেছে ম্যাচ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড দুই চিরশত্রু। যেকোনো টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে অবস্থা যেমনই হোক না কেন, দুই দলের ম্যাচ হয়ে যায় মর্যাদার লড়াই। চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ তেমনই এক ম্যাচে মুখোমুখি দুই দল। যেখানে দারুণভাবে জমে উঠেছে খেলা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৬.৫ ওভারে পাঁচ উইকেটে ১৭৪ রান। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ইনিংসের প্রথম বলেই আউট হন বেয়ারস্টো। তার জায়গায় নামা রুটও ১৩ রানের বেশি করতে পারেননি। দুই ব্যাটারকেই আউট করেন মিচেল স্টার্ক।

মাত্র ১৯ রানের মাঝে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন মালান ও বেন স্টোকস। দুজনে গড়েন ৮৪ রানের জুটি। এর মাঝে দারুণ এক হাফ সেঞ্চুরি পূরন করেন মালান। তবে ঠিক ফিফটির পরই ফেরেন তিনি।

ব্যর্থতার বৃত্তে বন্দী জস বাটলার ফেরেন ১ রানে। তবে পঞ্চম উইকেটে স্টোকস-মঈন আলীর ৬৩ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। এর মাঝে চলতি বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা পান বেন স্টোকস।

ম্যাচ যখন ইংল্যান্ড হাতের মুঠোয় নেয়ার অপেক্ষায়, এমন সময় বিদায় নেন স্টোকস। ৬৪ রানে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি। মঈনের সঙ্গে লিয়াম লিভিংস্টোন এখন দলকে এগিয়ে নিচ্ছেন।

এর আগে আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ট্রেভিস হেড ১১ ও ডেভিড ওয়ার্নার ১৫ রান করেন।

এরপর দলকে এগিয়ে নিতে থাকেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। দুজনে গড়েন ৭৫ রানের জুটি। ফিফটির পথে থাকা স্মিথ ৪৪ রানে আউট হন। এই ব্যাটারের পর জশ ইংলিশকেও ফেরান আদিল রশিদ। এ অবস্থায় চার রানের মাঝে দুই উইকেট হারায় দলটি।

পঞ্চম উইকেটে ৬১ রান যোগ করেন লাবুশেন ও ক্যামেরন গ্রিন। সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে লাবুশেন। তার বিদায়ের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া।

দলের বাকি ব্যাটারদের মাঝে গ্রিন ৪৭, মার্কাস স্টয়নিস ৩৫ রান করেন। শেষদিকে অ্যাডাম জাম্পার ২৯ রানের ক্যামিওতে অজিদের চ্যালেঞ্জিং সংগ্রহ নিশ্চিত হয়। ইংল্যান্ডের হয়ে ওকস চারটি এবং উড ও রশিদ দুটি করে উইকেট নেন।