স্তনে বাইকারের ঘুষি, জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন কঙ্গনা!

কঙ্গনা

বিনোদন ডেস্ক : সামাজিক হেনস্থা নিয়ে বরাবরই অকপট বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তারই ধারাবাহিকতায় এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে শৈশবের এক ভয়াবহ যৌ* হেনস্থামূলক ইভটিজিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী। আমির খান সঞ্চালিত ওই অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন এবং পরিণীতি চোপড়াও উপস্থিত ছিলেন।

কঙ্গনা

অনুষ্ঠানে কিশোরী বয়সের একটি ঘটনার বর্ণনা দিয়ে কঙ্গনা জানান, ‘চণ্ডীগড়ে স্কুলে পড়ার সময় রাস্তায় মোটরবাইক আরোহী ছেলেরা ছাত্রীদের শরীর স্পর্শ করার চেষ্টা করত। একদিন বাইক নিয়ে তীব্র গতিতে তার দিকে ধেয়ে এসেছিল এক তরুণ। নারী শরীর স্পর্শ করার উন্মাদনায় সে সরাসরি কিশোরী কঙ্গনার স্তনে ঘুষি মারে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন নায়িকা। প্রায় পাঁচ মিনিট ওই ভাবে পড়ে থাকার পর ধীরে ধীরে তার হুঁস ফিরেছিল।

শুধু এমএক্স প্লেয়ার কাঁপিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মেও ঝড় তুলেছেন এই অভিনেত্রী

কঙ্গনার দাবি, প্রথমেই যে কথাটা মাথায় এসেছিল তা হলো, ‘কেউ কি ঘটনাটি দেখেছে?’ এই কথার প্রেক্ষিতে অনুষ্ঠানে আরেক অভিনেত্রী পরিণীতি চোপড়া বলে ওঠেন, ‘এমন ভাবনা অস্বাভাবিক নয়। এ ধরনের কিছু ঘটলে সবাই আগে মেয়েটির ত্রুটি খুঁজে বের করারই চেষ্টা করেন।’ সহকর্মীর কথায় সায় দেন কঙ্গনাও।