বিনোদন ডেস্ক : ২৫ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। তবে তিনি আসবেন—এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে ঠেকানোর প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। স্থানীয়দের প্রবল প্রতিরোধ ও হুমকির মুখে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরী মণি লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি।’
তিনি আরও লেখেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবীন, পড়শী—এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন তারা?’
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আর কী বলার আছে… এ দেশে সিনেমা কিংবা বিনোদনের সবকিছু বন্ধ করে দেওয়া হোক তাহলে। আমরা কি ধরে নেব, আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি তখন? নাকি এখন হচ্ছি? কোনটা?’
শিল্পীদের প্রতি এমন আচরণের জন্য সবাইকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা।
সামাজিক মাধ্যমে আগেই জানা গিয়েছিল আগামী ২৫ জানুয়ারি টাঙ্গাইল যাচ্ছেন চিত্রনায়িকা পরী মণি। উদ্দেশ্য—সেখানে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করা। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ায় নিজের ফেসবুক পেজেই এ বিষয়ে পরী দিয়েছিলেন ঘোষণা। ইনডিপেনডেন্ট ডিজিটালকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শো-রুমটির মালিক ও হারল্যানের পরিবেশক মীর মাসুদ রানা।
তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরী মণির থাকার কথা ছিল। কিন্তু এখানে কিছু বাধা আসে। খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা আসে। পরী মণি আসলে নাকি সমস্যা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।