জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আগামী ডিসেম্বরে ডিসেম্বরে দুর্নীতি দমন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্র সচিব।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় দুর্নীতি দমন নিয়ে কাজ করতে হবে। তরুণদের মাঝে সততা তৈরি করতে হবে।
দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংক কীভাবে কাজ করে সেগুলো মার্কিন কর্মকর্তাকে জানানো হয়েছে।
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : দুদক সচিব
সচিব বলেন, অর্থ পাচার নিয়ে আলাপ হয়েছে। যেসব স্থানে সহজেই টাকা পাচার করা যায় সেসব স্থানে স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা করবে সব দেশ।
সচিব মোমেন বলেন, যুক্তরাষ্ট্র-কানাডায় কোনো অর্থ পাচার হয়ে থাকলে সেসবের রুট বন্ধ করার ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে নেফিউ’র কাছে। তিনি জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধে জন্য নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি টুল। এ বিষয়ে তাদের ভাবনার কথা জানিয়েছে রিচার্ড নেফিউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।