বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়, বর্তমানে অভিনেতা-অভিনেত্রীররা শুধু যে অভিনয় করছেন, তাই নয় তারা সোশ্যাল মিডিয়ার নানান প্লাটফর্মে বেশ একটিভ থাকেন এইভাবে তারা জনগণের আরো কাছাকাছি পৌঁছে যেতে পারছেন, ভোজপুরি অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। সুন্দরী প্রথম সারির নায়িকাদের মধ্যে তার নাম অবশ্যই উঠে আসে। তবে শুধুমাত্র ভোজপুরি সিনেমা নয়, বাংলা সিনেমাতেও দুপুর ঠাকুরপো সিরিজে অভিনয় করে বাঙালি দর্শকদেরও মন মাতিয়েছেন মোনালিসা।
একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করে তিনি সকলের মনের কাছাকাছি পৌঁছে গেছেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। শুধুমাত্র ভোজপুরি নয়, হিন্দি ধারাবাহিকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। নিঃসন্দেহে তিনি একজন অসাধারণ অভিনেত্রী তার এই অভিনয় দক্ষতার জন্যই তিনি একাধারে ভোজপুরি অন্যদিকে বাংলা এবং হিন্দি অভিনয়ের জগতেও তিনি বেশ নাম করতে পেরেছেন।
অভিনয় পাশাপাশি এই জনপ্রিয় অভিনেতা কিন্তু বেশ ভালোভাবেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, ইনস্টাগ্রামে প্রতিদিনই প্রায় নানান রকমের ভিডিও শেয়ার করেন। অভিনয় ছাড়াও তিনি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সঙ্গে আপাতত চুটিয়ে সংসার করছেন। নেট মাধ্যমে তার প্রতিটি ভিডিও একেবারে হট কেকের মতন ভাইরাল হয়ে যায়। কখনো গাউন পরে, কখনো শাড়ি পরে কখনো আবার বিকিনিতে সব সময় হট মোনালিসা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কমলা রঙের শাড়ি পরে একেবারে মোহময়ী দেখতে লাগছে ভোজপুরি অভিনেত্রী মোনালিসাকে। শিফন শাড়িতে একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে রীতিমতন ভাইরাল হয়েছে। আপাতত অভিনেত্রীর এই লোক বেশ পছন্দ করেছে নেটিজেনরা।
শুধু তাই নয়, এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলা গান। ‘ভালো করিয়া বাজাও গো দোতারা’ তবে বরাবরই নিন্দুকদের কোনো রকম নিন্দা শুনতেই রাজি নন তিনি, বরাবরই তিনি বোলড অবতারের মানুষের সামনে হাজির হন। এর আগেও বাংলা ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো তে ঝুমা বৌদির চরিত্র তে মোনালিসা কে দেখা গিয়েছিল। তাই বাঙ্গালীদের মনে ও মোনালিসা যে নিজের জায়গা করে নিতে পেরেছেন তা নিঃসন্দেহে বলা যায়। কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা। আপনি যদি ছবিগুলো দেখতে মিস করে থাকেন তো আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে ফেলুন অসাধারণ এই ফটো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।