মুক্তি পেতেই ঝড় তুলল ‘জওয়ান’ ছবির জিন্দা বান্দা’!

বিনোদন ডেস্ক : প্রথমে টিজার। তারপর প্রিভিউ তথা ট্রেলার। প্রথম থেকেই ঝড় তুলেছে ‘জওয়ান’। মাঝে ছবির নানা পোস্টারও সাড়া জাগিয়েছিল। যত সময় যাচ্ছে ততই পারদ চড়ছে উত্তেজনার। আর সেই চড়তে থাকা পারদে নতুন করে মাত্রা যোগ করল ‘জিন্দা বান্দা’। ছবির প্রথম মুক্তিপ্রাপ্ত গান ২৪ ঘণ্টার মধ্যেই অসামান্য মাইলফলক স্পর্শ করে ফেলেছে। ২৪ ঘণ্টাতেই ভিউ ছাড়িয়েছে ৪৬ মিলিয়ন। অর্থাৎ ৪ কোটি ৬০ লক্ষ।

১ হাজার মহিলা পারফর্মারদের নিয়ে শুটিং করা হয়েছিল এই গানের। খরচ পড়েছে ১৫ কোটি টাকারও বেশি। সোমবার ১২.৫০ মিনিটে মুক্তি পেয়েছিল গানটি। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া সরগরম করে ফেলে ‘জওয়ান’-এর নতুন গান। ভাইরাল দাবানল গতিতে। কেবল হিন্দি নয়, তেলুগু ও তামিল সংস্করণটিও জনপ্রিয় হয়ে গিয়েছে শুরুতেই। তামিল গানটির নাম ‘বান্দা এদাম’ ও তেলুগু গানটির নাম ‘ধুমমে ধুলিপিলা’। দেখা গিয়েছে তিনটি গানই ইউটিউবের গ্লোবাল চার্টে প্রথম তিন স্থান অধিকার করে ফেলেছে!

যদিও ছবির হিন্দি গানটির কথা তেলুগু কিংবা তামিলের মতো জমকালো নয় বলে অনেকের মত। কিন্তু এতদসত্ত্বেও ‘বাদশা’ খানের দুরন্ত পারফরম্যান্স যেন সেকথা ভুলিয়ে দিচ্ছে। ৫৮ বছর বয়সেও লাল শর্ট শার্ট ও কালো ট্রাউজারে তাঁকে দেখাচ্ছে অত্যন্ত কমবয়সি কোনও নায়কেরই মতো স্বতঃস্ফূর্ত ও চনমনে।

উল্লেখ্য, বছর চারেক সিনেমপর্দায় দেখা না দেওয়ায় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে পড়ে হয়েছিল শাহরুখকে। তাঁর কেরিয়ারের বাতি নিভে গিয়েছে বলেও কটূক্তি করেছিলেন অনেকে। ‘পাঠান’ ছবিতে সেই উত্তর দিয়ে দিয়েছেন শাহরুখ। এবার ‘জওয়ান’ও সেই রকমই ঝড় তুলবে বলেই মনে করছেন নেটিজেনরা। ছবি ঘিরে শুরু হওয়া উন্মাদনা যেন সেই দিকেই ইঙ্গিত করছে।