মঙ্গলে দেখা মিলল আজব পাথরের, অবাক বিজ্ঞানীরা

mars_butt_rock_1

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মঙ্গলগ্রহে ঘুরছে নাসার যান পারসিভিয়ারেন্স। যা পৌঁছয় নেরেতভা উপত্যকা নামে একটি জায়গায়। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই উপত্যকার পথ ধরেই নদীর জল পৌঁছত জেজেরো ক্রেটারে। এখানে যে পাথর পাওয়া যায় তা নদীর স্রোতের সঙ্গে ভেসেই এই নেরেতভা উপত্যকায় পৌঁছেছিল।

mars_butt_rock_1

এখানেই একটি পাহাড় রয়েছে। ওয়াশবার্ন নামে ওই পাহাড়ের কাছে নাসার যানের ক্যামেরা এমন কিছু পাথরের দেখা পেয়েছে যা বিজ্ঞানীদের অবাক করেছে। পাথরগুলি মঙ্গলগ্রহে সাধারণভাবে দেখতে পাওয়া পাথরের মত নয়। তা অনেকটাই হালকা রংয়ের।

পাথরের মধ্যে অন্য অনেক রংয়ের ছিটে রয়েছে। রয়েছে নানা রংয়ের দাগও। এখানে অনেক উজ্জ্বল বোল্ডারের দেখা মিলেছে ক্যামেরায়। যার গায়ে ছোট ছোট কালো ছোপ রয়েছে।

বিজ্ঞানীরা এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলি নিয়ে এখন আরও পরীক্ষার পথে হাঁটছেন। কারণ তাঁরা মনে করছেন নদীর স্রোতের সঙ্গে এই পাথরগুলি অনেক কিলোমিটার পথ ভেসে এসেছে এখানে।

এই হালকা রংয়ের উজ্জ্বল পাথরগুলির সঙ্গে নেরেতভা উপত্যকার সম্পর্ক খুঁজতে এখন উঠে পড়ে লেগেছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে জল থাকা নিয়ে এখন অনেকটাই নিশ্চিত বিজ্ঞানীরা। সেখানে নদীও ছিল এমনটাও মনে করছেন বিজ্ঞানীরা।

12GB RAM সহ বাজারে লঞ্চ হল Honor Magic V Flip ফোন, জেনে নিন দাম

সেই নদী যে পাথর ভাসিয়ে আনত, তার মধ্যে কিছু পাথরের রং এমন হালকা উজ্জ্বল কেন, তাতে কি থাকতে পারে এবং তারা হালকা ওজনের কেন, সবই পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহের এই অবাক করা উজ্জ্বল পাথরগুলিকে বিজ্ঞানীরা ডাকছেন উজ্জ্বল পরী নামে।