আন্তর্জাতিক ডেস্ক : স্থলভাগের বিভিন্ন প্রাণীদের সম্পর্কে আমাদের অনেক ধারণা থাকলেও, জলের তলায় থাকায় বিশেষ করে অনেক সামদ্রিক প্রাণী সম্পর্কেই আমাদের জ্ঞান সীমিত। তেমনই একটি সামুদ্রিক প্রাণীর ভিডিও এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে এই ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই বলেছেন এই ভিডিও আগেও ভাইরাল হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নতুন করে পুরনো ভিডিও ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। এক্ষেত্রেও তাই হয়েছে। Massimo নামের এক ট্যুইটার ইউজার এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন।
সেই ভিডিওতে দেখা গিয়েছে এমন একটি সামুদ্রিক প্রাণী যা একদম স্বচ্ছ কাচের মতো। তার দেহের এপার-ওপার স্পষ্ট দেখা যাচ্ছে। নড়াচড়া না করলে মনে হবে যেন কাচেরই তৈরি। খালি চোখে দেখে অনেকে স্বচ্ছ চিংড়ি মাছ বলেও ভুল করতে পারেন। এই অদ্ভুত দর্শন জলজ প্রাণীকে নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা এবং উৎসাহের শেষ নেই। ইতিমধ্যেই ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিউ হয়েছে ১২ মিলিয়নের বেশি। ১১ হাজারের বেশি ইউজার লাইক করেছেন এই ভিডিওতে। পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পরেও তার আকর্ষণ কমেনি। বরং এই সামুদ্রিক প্রাণীকে নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে ওই ইউজার জানিয়েছেন এই প্রাণীর নাম Cystisoma। এটি একটি crustacean জাতীয় প্রাণী যা সমুদ্রের তলদেশে ৬০০ থেকে ১০০০ মিটার গভীরতায় বসবাস করে। এর পুরো দেহই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়। কেবলমাত্রা রং থাকে চোখে। ভিডিওতে এই প্রাণীর দেহের ভিতরে কমলা রঙের একটি বস্তু দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওগুলো হল এই প্রাণীর ডিম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কেউ একজন এই প্রাণীটিকে হাতের তালুতে নিয়ে রেখেছেন। আর অন্য কোনও ব্যক্তি ভিডিও করেছেন গোটা ব্যাপারটা। নেটিজেনদের অনেকেই বলেছেন, বেশ সুন্দর দেখতে এই সামুদ্রিক প্রাণী। কীভাবে এই প্রাণীর বর্ণনা দেবেন তার সঠিক বিশেষণ খুঁজে পাচ্ছেন না বলেও জানিয়েছেন অনেকে। কেউ বা বলেছেন, একঝল দেখে মনে হয় যেন জল ভরা একটা বেলুন রাখা হয়েছে।
দেখে নিন এই অদ্ভুত দর্শন সামুদ্রিক প্রাণীর ভাইরাল ভিডিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।