জুমবাংলা ডেস্ক : স্ট্রবেরি সুস্বাদু একটি ফল। এটি খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর। তবে অনুবীক্ষণ দিয়ে ফলটি দেখলে অনেকে হয়ত আর এটি খেতেও চাইবেন না! সম্প্রতি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে ক্যামরা বসিয়ে ধারণ করা স্ট্রবেরির একটি ভিডিওতে দেখা গেছে, ফলটির ভেতর পোকা সদৃশ্য কত ছোট ছোট অণুজীব রয়েছে।
এক মিনিটের এ ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে ফ্রেড ডাইবাইয়াস নামের একটি অ্যাকাউন্ট। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি পরীক্ষা করছেন। এরপর যন্ত্রটি দিয়ে জুম করার পর দেখা যাচ্ছে স্ট্রেবেরির ভেতর অনেক ছোট ছোট পোকা হাঁটাহাটি করছে। এছাড়া কিছু পোকা ফলটির ভেতর থেকে বেরিয়ে আসছে।
ভিডিওটির এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত এক কোটি বার দেখা হয়েছে। এছাড়া এতে লাইক দিয়েছেন ১৪ হাজার মানুষ।
Let’s look at a strawberry under a telescope.
Must Watch👇🏽👇🏽 pic.twitter.com/GRcekqbH0v
— 𝗙𝗿𝗲𝗱 𝗗𝗶𝗕𝗶𝗮𝘀𝗲 ① (@FredDiBiase247) April 1, 2024
ভিডিওটির নিচে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “স্ট্রবেরির ভেতর পোকা আছে এটি সবার জানা। ভিনেগার অথবা বেকিং সোডা দেওয়া পানিতে এগুলো ২০ মিনিটের বেশি সময় চুবিয়ে রাখনু।” আরেকজন লিখেছেন, “ফলে থাকা পোকায় প্রোটিন আছে।” অপর একজন লিখেছেন, “আমি অনেক পোকা খেয়েছি।”
ছোট ছোট যে পোকাগুলো দেখা যাচ্ছে এগুলো এক ধরনের ফলের মাছি। এসব মাছি স্ট্রবেরির মতো ফলে বাসা বাধে এবং সেখানে ডিম পাড়ে। তবে ফলে থাকা এসব পোকা খেলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এ ধরনের কোনো প্রমাণ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।