আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের জোর করে অন্য দেশে পাঠিয়ে দেয়ার ইসরাইলি পরিকল্পনার কড়া সমালোচনা করেছে সৌদি আরব ও নেদারল্যান্ডস। গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের অভিবাসনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, তাকে কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছে নেদারল্যান্ডস।
তারা বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোনো আহ্বান বা ফিলিস্তিনি ভূখণ্ডকে কমিয়ে ফেলার আহ্বান প্রত্যাখ্যান করে নেদারল্যান্ডস। এর মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক ভবিষ্যত সমাধান নেই। নিরাপদ ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে এই সমাধান হতে হবে মানানসই। বুধবার সৌদি আরবও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এতে তারা ইসরাইলের বিরুদ্ধে জবাবদিহির আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব জোর দিয়ে তুলে ধরে। গাজা এবং দখলিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়ার ইসরাইলি যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশা আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ওদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা অব্যাহত আছে। খান ইউনুস এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় একই পরিবারের কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অনেকে। বুধবার লেবানন সীমান্তে সংঘাতে ইসরাইলের হামলায় যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর কমপক্ষে ৯ জন সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, তার যোদ্ধারা যুদ্ধের ভয়ে ভীত নন। হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার পর তার বাহিনী ইসরাইলে হামলা জোরালো করার ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত যুদ্ধে গাজায় নিহত হয়েছেন কমপক্ষে ২২ হাজার ৩১৩ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার ২৯৬ জন।
এ অবস্থায় নতুন বছরে বুধবার আবার মধ্যপ্রাচ্য সফরে আসার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের। ৭ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এটাই তার মধ্যপ্রাচ্যে চতুর্থ দফা সফর। এই যুদ্ধে আরব মিত্রদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তিনি তা প্রশমিত করার চেষ্টা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।